ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
প্রতিবছরের ন্যায় এ বছর ও শীতকালীন শিক্ষা সফরের আয়োজন করে ইতালির ভেনিস শহরের সকলের সুপরিচিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভেনিস বাংলা স্কুল।
গত রবিবার (২৯ জানুয়ারি) ভেনিসের মেস্ত্রে শহর থেকে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে বরফে ঢাকা শহর ‘অরটিজেই ভ্যাল গার্ডেনা বলজানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে ভেনিস বাংলা স্কুল।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। পরবর্তীকালে স্থানীয় শিল্পীদের আয়োজনে গানে মেতে উঠেন সকল ভ্রমণ যাত্রীরা।
শিক্ষা সফরে সকল ভ্রমণ যাত্রীদের মাঝে লটারির মাধ্যমে ভাগ্যবান প্রথম ২০ জনের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়।
এতে উপস্থিত ছিলেন- ভেনিস বাংলা স্কুলের উপদেষ্টা মনোয়ার হোসেন মনির, উপদেষ্টা নাজমুল আলম খন্দকার রিপন, সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, সিনিয়র সহ সভাপতি আক্তার উদ্দিন, সহ সভাপতি নাসির উদ্দিন পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক পলস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদউল্লাহ সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া, অর্থ সম্পাদক সহিদুল ইসলাম সুজন, মহিলা সম্পাদিকা সুরাইয়া আক্তার, শিক্ষা বিষয়ক সহ সম্পাদিকা দিলরুবা জামান, শিক্ষা বিষয়ক সহ সম্পাদিকা মেহরুন নেছা মলি, ক্রিয়া সম্পাদক নুরে আলম, সাংস্কৃতিক সম্পাদক রিয়াজুল ইসলাম এবং সম্মানিত সদস্য সুমন সরকার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন, সাধারণ সম্পাদক, সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী সাংবাদিক শাইখ আহমেদ, মহিলা সম্পাদিকা এবং সদস্য নাজনিন আক্তার সহ বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুদ্দিন খালেদ, কমিউনিটি ব্যক্তিত্ব দিপু নাছির, কমিউনিটি ব্যক্তিত্ব গাজী আমিরুল, লিটন মিয়া, সাইফুল ইসলাম, সোহাগসহ কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ভেনিসের বসবাসরত প্রবাসীগণ।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড