ইসমাইল হোসেন স্বপন, ইতালি
আমেরিকা প্রবাসী সাংবাদিক মল্লিকা খান মুনার ভেনিস আগমন উপলক্ষে মতবিনিময় সভা ও ফুলের শুভেচ্ছা জানিয়েছে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির নেতৃবৃন্দ।
গতকাল বুধবার সন্ধ্যায় ভেনিসের মেস্রে একটি রেস্তোরাঁয় আয়োজিত মতবিনিময় সভায় ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি এস কে এমডি জাকির হোসেন সুমন।
মতবিনিময় সভায় ইউরোপ ও আমেরিকায় কর্মরত প্রবাসী সাংবাদিকের নিজ নিজ পেশার নানা দিক ও প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ সভাপতি নাজমুল হোসেন, সহ সভাপতি সোহানুর রহমান উজ্জ্বল, সোহেলা আক্তার বিপ্লবী, শাইখ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসলামুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা জামান, সাহিত্য সম্পাদক সজিব আল হোসাইন প্রমুখ।
মতবিনিময় সভা শেষে মাইটিভি আমেরিকা প্রতিনিধি মল্লিকা খান মুনাকে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান। পরিশেষে নৈশ ভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড