• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভেনিস আ. লীগের আহবায়ক কমিটির অনুমোদন

  ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৪
ভেনিস আ. লীগের আহবায়ক কমিটির অনুমোদন

বিশ্ব পর্যটন নগরী ইতালির ভেনিস শহরে গত শনিবার (২৮ জানুয়ারি) ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে বিপুল গণসংবর্ধনা দেয়া হয়েছে। এদিন এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল।

ভেনিস আ. লীগের আয়োজনে ইতালি যুবলীগ ভেনিস শাখার সার্বিক সহযোগিতায় স্থানীয় একটি রেস্টুরেন্টে রফিকুল ইসলাম ছৈয়ালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জি. এম কিবরিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফর রহমান, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।

এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন- বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী, ইতালি আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, নজরুল ইসলাম মাঝি, আবদুল রব ফকির, ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, সাধারণ সম্পাদক এনায়েত করিম।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ভেনিস আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সরদার সালাউদ্দিন নান্নু, মজনু দেওয়ান, তাজুল ইসলাম, কাজী রোনাক, জাহাঙ্গীর সরকার, আজাদ খাঁন, সোলাইমান হোসেন, ডালিম মাহমুদ, দেলোয়ার হোসেন, মুরাদ ডালি, সজীব মুন্সি, ফয়সাল আহমেদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রভিন্সের নেতৃবৃন্দ।

গণ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভেনিস আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন ঢালিকে আহবায়ক ও ভেনিস আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন- ইতালি আওয়ামী লীগ

ভেনিস শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ ও মোক্তার মোল্লা।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড