ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
ইতালির মিলানে বাংলাদেশ ইসলামিক সেন্টারে মাদরাসায়ে আল হেরা নাদিয়াতুল কুরআনের আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার মসজিদে অনুষ্ঠিত মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও নুরল আফসার বাবুলের তত্ত্বাবধানে এবং খিরাত হোসাইন ও বেলাল হোসাইন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীরা হামদ নাত ইসলামিক গজল ও কুরআন তেলাওয়াত করেন।
প্রবাসে এই প্রজন্মের শিশু-কিশোরদের এমন সুন্দর পরিবেশে ইসলামিক শিক্ষার পাশাপাশি নামাজ আদায়সহ ইসলামিক রীতিনীতি শিক্ষার প্রশংসা করেন অভিভাবকরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- মসজিদের সহ সভাপতি শাহজাহান খান, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রাশিদ, ইউরো মন্দ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আফসার বাবুল, মাওলানা হাফিজুর রহমান খোকন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিলান কনস্যুলেটের শ্রম কনসাল সাব্বির আহমেদ ও কন্সুলেটের কর্মকর্তা বৃন্দসহ মিলানের বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিভিন্ন মসজিদের কমিটির নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মাদরাসার পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং সকল শিক্ষার্থীদের মধ্য সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এছাড়াও ২০২২ শিক্ষা সেশনে প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থী জান্নাত হোসাইন স্নেয়াকে পড়ালেখায় উৎসাহিত করতে মিলানের বিশিষ্ট ব্যবসায়ী ইউরোমন্দ গ্রুপের চেয়ারম্যান নুরুল আফসার বাবুল একটি ল্যাপটপ পুরস্কার হিসেবে প্রদান করেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- মসজিদের সহ সভাপতি ওয়াহিদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী রুহিন আহমেদ, ফখরুল ইসলাম, তারেক রহমান, রাসেল আহমেদ, সরওয়ার হোসাইন, রবিন সিকদার, গফফার মিয়া, মাসুদ মিয়া, মীর হোসেন বিপ্লব, শাহাদাত হোসাইন, সেলিম আহমেদ, মোকসেদ আলম, রিন্টু মিয়া, শাহালম মিয়া, মনির আহমেদ।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড