ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
বিশ্বে প্রবাসী আয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশ পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ, যে দেশের এত বিপুল সংখ্যক প্রবাসী রয়েছে।
প্রবাসীদের রেমিট্যান্স দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন, স্কুল-মাদরাসা, মসজিদ, হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় হচ্ছে। দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমান উন্নয়নে প্রবাসীদের রেমিট্যান্সের ভূমিকা অসাধারণ।
বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতি ও আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখায় বর্তমান বাংলাদেশ সরকার ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করেছেন।
এরই ধারাবাহিকতায় প্রথম বারের মতো ৩০ ডিসেম্বর রোজ শুক্রবার উৎসবমুখর পরিবেশে ইতালির জলকন্যা খ্যাত ভেনিস নগরীর স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউজের হলরুমে প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির আয়োজনে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্কের পৃষ্ঠপোষকতায় নাজমুল হোসেনের উপস্থাপনায় আলোচনা সভা এবং শাইখ আহমেদ ও সাইফুউদ্দিন খালেদের মনোমুগ্ধকর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ফাতেহা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির নিযুক্ত কনসাল জেনারেল এম এইচ জে জাবেদ ভিডিয়ো বার্তার মাধ্যমে প্রবাসীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- বিভিন্ন আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগনসহ ইতালির অন্যান্য পরিবারের সদস্যগন।
পরবর্তীকালে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে সকল প্রবাসীদের সমন্বয়ে একত্রিত হয়ে কেক কাটা হয়।
পরিশেষে ভেনিস বাংলা মিউজিক এর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী মানুষী পাল, আবুল কালাম আজাদ, অনুপম রয়, তিশা সুলতানা ও সাকিবসহ অন্যান্য অতিথি শিল্পীদের পরিবেশনায় গানে মাতিয়ে তুলে আমন্ত্রিত অতিথিদের।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড