আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে।
শেখ কামালের জন্মদিন উপলক্ষে শুক্রবার (৫ আগস্ট) স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও ফার্ষ্ট সেক্রেটারি রেহানা পারভীনের অনুষ্ঠান পরিচালনায় সভার শুরুতে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া পাঠ করা হয়। এরপর রাষ্ট্রপতির বাণী পাঠ করেন- কাউন্সিলর বাণিজ্য মো. রাজিবুল আহসান। পরে প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান- ফার্ষ্ট সেক্রেটারি লেবার এ এস এম জাহিদুর রহমান।
বাণী পাঠ শেষে অনুষ্ঠানে শেখ কামালের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ‘শেখ কামাল এক কিংবদন্তির কথা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার বক্তব্যের সূচনায় জাতির জনক বঙ্গবন্ধু, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এবং বঙ্গবন্ধুর পরিবারের সব শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধা জানান।
দেশের ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন এবং মহান মুক্তিযুদ্ধে শেখ কামালের অবদানকে স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, দেশের সমাজ ভাবনায় শেখ কামাল মাত্র ২৬ বছরের জীবনে বাঙালির সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে এক বিরল প্রতিভাবান সংগঠক ও উদ্যোক্তা ছিলেন। ক্রীড়া ও সংস্কৃতিতে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি কাজ করে গেছেন। তিনি দেশের তরুণ প্রজন্মের জন্য আজীবন অনুকরণীয়।
আলোচনা সভায় বিশ্বে চলমান সংকট উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন রাষ্ট্রদূত। মো. গোলাম সারোয়ার বলেন, বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানাই। বৈধ পথে রেমিটেন্স পাঠালে দেশ সমৃদ্ধ হবে এবং এর সুফল সকলেই পাবে।
প্রবাসীদের নিষ্ঠা ও সততার সাথে কাজ করে মালয়েশিয়ায় বাংলাদেশের সম্মান আরও সমুন্নত করার অনুরোধ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকার অত্যন্ত সচেতন। দূতাবাসও প্রবাসীদের সমস্যা সমাধানে নিষ্ঠার সাথে কাজ করছে। মালয়েশিয়া সরকারের গৃহীত রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় এক লাখ বাংলাদেশি কর্মী বৈধতা পেয়েছেন এবং প্রবাসীদের আবেদনের প্রেক্ষিতে এক বছরে তিন লাখ পাসপোর্ট বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মিনিস্টার শ্রম মো. নাজমুস সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা, কমডোর মোস্তাক আহমেদ,(জি),এনপিপি,পিএসসি, কাউন্সিলর কন্স্যুলার জিএম রাসেল রানা, ২য় সেক্রেটারি শ্রম সুমন দাসসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।
এছাড়া কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মকবুল হোসেন মুকুল, কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, কাইয়ূম সরকার, মনিরুজ্জামান মনির,দাতু আক্তার হোসেন সহ কমিউনিটি নেতৃবৃন্দ।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড