মুহিব উদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য প্রতিনিধি
স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ২১ হাজার পাউন্ড (২৫ লক্ষ টাকা) অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) লন্ডনে যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের কাছে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দফতর সম্পাদক শাহ শামীম আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সিলেটের বন্যা দুর্গতদের সাহায্যার্থে অনুদান প্রদান করায় আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
অনুদান প্রদানকালে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তীকালে যে কোনো দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়েছে। যখনই বাংলাদেশ কোনো দুর্যোগের সম্মুখীন হয়েছে ঠিক তখনই যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রবাসীদের নিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি জনগণের কল্যাণের রাজনীতি। জনগণের দুর্দশায় সবার আগে এগিয়ে আসে বাংলাদেশ আওয়ামী লীগ।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড