আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
গত ৬ জুন দেশটির রাজপ্রাসাদ ইস্তানা নেগারায় মহামহিম রাজা ইয়াং ডি পারতোয়ান আগং সুলতান আব্দুল্লাহ সুলতান আহমেদ শাহ এবং মহামহিম রানী (রাজা পরমেস্বরি আগং) তুঙ্কু আজিজাহ আমিনাহ মায়মুনাহের সঙ্গে বাংলাদেশি হাইকমিশনার ও তার সহধর্মিণী তাসলিমা সারোয়ার সাক্ষাৎ করেন।
এ সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণের সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সম্প্রতি শ্রমিক প্রেরণের পদ্ধতি চূড়ান্ত করায় মহামহিম রাজা (আগং) বিশেষ সন্তুষ্টি প্রকাশ করেন।
আরও পড়ুন : মৃত্যুর আগ পর্যন্ত মানবসেবা করতে চান প্রবাসী জহির
উল্লেখ্য, সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়কালে রাজা, বন্ধুত্বপূর্ণ দেশ দুটির মধ্যকার পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বৃদ্ধি এবং বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড