• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউরোপিয়ান সংসদের কনফারেন্সে যোগ দিচ্ছে বাংলাদেশ

  অধিকার ডেস্ক    ১৬ অক্টোবর ২০১৮, ১৪:৩৬

বাংলাদেশি প্রতিনিধিদল
(ছবি : সংগ্রহীত)

কাতালোনিয়ার অন্যতম রাজনৈতিক দল এসকেররা রিপাবলিকান দে কাতালোনিয়া-ইআরসির আমন্ত্রণে ইউরোপিয় ইউনিয়নের সংসদ ব্রাসেলসের কনফারেন্সে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। কনফারেন্সটিতে যোগদানের জন্য ইতোমধ্যে বার্সেলোনা থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশের এ দলটি।

আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘ইমিগ্রেশন অ্যান্ড ডাইভার্সিটি: দ্য কাতালান প্রপোজাল’ শীর্ষক সেই কনফারেন্সে বাংলাদেশি প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, স্পেন বাংলা প্রেসক্লাবের প্রথম সদস্য এবং এসকেররা রিপাবলিকান দে কাতালোনিয়ার বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদ সোহাগ, ইআরসি সদস্য এবং বাংলাদেশ সমিতির প্রধান উপদেষ্টা আলাউদ্দিন হক নেসাসহ জাগো নিউজের স্পেন প্রতিনিধি সংবাদকর্মী মিরন নাজমুল।

তাছাড়া সেই প্রতিনিধিদলটি লাক্সামবার্গে ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যদের সঙ্গে আরও একটি বৈঠকে অংশ নিবেন বলে জানা যায়।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড