কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে পালিত হলো পবিত্র ইদুল ফিতর।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সোমবার (২ মে) সকাল ৯টা ৩০ মিনিটে মিশিগানের ইপসিলান্টি সিটির রোলিং হিলস পার্কে ইদ জামাত অনুষ্ঠিত হয়। এই সিটিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের পুরুষ এবং নারীরা ইদ নামাজে শরীক হোন।
এছাড়া মিশিগানের ডেট্রয়েট সিটি, হ্যামটরমিক সিটি, ওয়ারেন, স্টারলিং হাইটস, নোভাই, ডিয়্যার বন সিটিসহ অন্যান্য সিটিতে বা যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ইদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
গত ২ বছর মহামারি করোনা ভাইরাসের কারণে ইদের নামাজে লোক সংখ্যা ছিল অনেক কম; কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম ধর্মের মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ইদুল ফিতর পালন করছেন।
এদিন ইদের নামাজে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও পাকিস্তানি, ভারতীয়, ইরানি, ইরাকি, নাইজেরিয়ান, ফিলিস্তিনি, আলেজেরিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লি শরিক হয়েছেন। তবে সোমবার হওয়ার কারণে মানুষের উপস্থিতি ছিল বেশ কম।
আরও পড়ুন : রমজানের ওই রোজার শেষে এলো খুশির ইদ
উল্লেখ্য, নামাজ শেষে বিশ্বের সকল মুসলমানসহ সকল জাতি এবং মুসলিম রাষ্ট্রের শান্তি কামনা জন্য বিশেষ দোয়া করা হয়।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড