কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি
পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়েছে চাঁদরাত ইদমেলার বিশেষ আয়োজন। শনিবার এবং রবিবার দুই দিনব্যাপী অঙ্গরাজ্যটির ওয়ারেন সিটির আল শাহী প্যালেসে আয়োজনটি সম্পন্ন হয়।
জমজমাট এই মেলার মধ্যে ছিল প্রায় ৩৫টি স্টল। এমনকি রকমারি-বাহারি সব পণ্যে এর মধ্যে ছিল- সালোয়ার-কামিজ, থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, বিছানার চাদর থেকে শুরু করে জুয়েলারি সামগ্রী। মেলায় সব স্টলগুলোতে ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচে-পড়া ভিড়।
প্রবাসীদের ইদের কেনাকাটায় জমজমাট ছিল এবারের ইদমেলা। শনিবার এবং রবিবার বিকাল ৬টা থেকে শুরু হয়ে রাত ২টা পর্যন্ত চলে এই আয়োজন। এছাড়াও মেলায় আগতো রোজাদারদের জন্য ছিল ইফতারির বিশেষ সুব্যবস্থা।
এ দিকে মেলায় আগতো ক্রেতা সাধারণ ইদের আগে এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
আরও পড়ুন : সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের শোক
উল্লেখ্য, দুইদিনব্যাপী ইদ মেলাতে স্পন্সর করেছেন- রিয়েলেটর মো. কামাল উদ্দিন, সিএমজি ফাইনালসিয়াল নাসির সবুজ, রিয়েলেটর ইয়াসির চৌধুরী।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড