• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদ্রিদে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

  কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধি

২৪ অক্টোবর ২০২১, ১৪:১৫
মাদ্রিদে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 
টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা (ছবি : অধিকার)

‘গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের’ উদ্যোগে স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হয়েছে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার (১৮ অক্টোবর) মাদ্রিদের নিকটবর্তী এল কাসেল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন টাইগার মাদ্রিদকে ৩৬ রানে পরাজিত করে জয়ী হয় সাবেক চ্যাম্পিয়ন ঢাকা ফ্রুতাস ক্রিকেট টীম।

ঝাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি ও বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি আলামীন মিয়ার সভাপতিত্বে আয়োজনটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর তামিম ও বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ক্রীড়া সম্পাদক সাঈদ আনোয়ার।

এতে স্বাগত বক্তব্য রাখেন- গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূঁইয়া কচি। প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক। আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান।

আরও পড়ুন : করোনায় সাড়ে ৪৯ লাখ মৃত্যু দেখল বিশ্ব

এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বাক্কার, সিলেট ফ্রেসকো কোম্পানির পরিচালক সাইফুল ইসলাম ইকবাল, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য কবির আল মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক বলেন, পোশাক আর ক্রিকেট বাংলাদেশকে বহির্বিশ্বে ব্র্যান্ডের এক নতুন দিগন্ত সূচনা করেছে। প্রবাসের শত কর্মব্যস্ততার মধ্যে খেলাধুলা উন্নত ও সুস্থ মানসিকতা এবং এগিয়ে চলার পথে প্রবাসীদের জন্য উদ্দীপক হিসেবে কাজ করবে।

স্পেনে প্রবাসী বাংলাদেশিরা ক্রিকেটে যাতে আরও উন্নতি করতে পারেন, সে জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক ও খেলোয়াড়েরা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ফুটবলের দেশ স্পেনে বাংলাদেশি বিভিন্ন কমিউনিটিগুলো এগিয়ে এলে ক্রিকেটের মাধ্যমে স্থানীয়রা বাংলাদেশকে চিনবে নতুনভাবে।

আরও পড়ুন : মিশিগানে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

উল্লেখ্য, টুর্নামেন্টটিতে এবার মোট ছয়টি দল অংশগ্রহণ করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার টিম সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

ওডি/কেএইচআর

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড