• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্পেনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  কবির আল মাহমুদ, স্পেন

১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
স্পেনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলের সদস্যরা (ছবি : দৈনিক অধিকার)

স্পেনের মাদ্রিদ শহরে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের’ উদ্যোগে কমিউনিটি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রিদের উপকণ্ঠ খেতাফ মাঠে টাইগার মাদ্রিদ ও বিয়া ভেরদে ক্রিকেট টিমের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় বিয়া ভেরদে ক্রিকেট টিমকে হারিয়ে টাইগার মাদ্রিদ টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচে টাইগার মাদ্রিদ ৯৬ রানে বিয়া ভেরদে ক্রিকেট টিমকে পরাজিত করেছে।

‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের’ সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সাবেক সভাপতি আল মামুন, বর্তমান সিনিয়র সহ সভাপতি আলামিন মিয়া, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। নিয়মিত খেলাধুলা শরীর এবং মন দুটোই ভালো রাখে। খেলাধুলার মাধ্যমেই সম্ভব প্রবাসে যুব সমাজকে অনৈতিক কাজ থেকে বিরত রাখা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে অনৈতিক কাজ থেকে বিরত রাখার পাশাপাশি সঠিক পথে রাখার জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। মহৎ এ উদ্যোগের জন্য আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই এবং প্রবাসে সকলকে যার যার অবস্থান থেকে একেকটি কর্মের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি যুব সমাজকে সঠিক পথে অগ্রগামী করার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন : ‘পুরুষের সঙ্গে নারীদের কাজ করা উচিৎ নয়’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এক্রামুজ্জামান কিরণ, সিনিয়র সহ সভাপতি মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক খসরু হাসান, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বাক্কার, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি স্পেনের সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, বৃহত্তর ফরিদ পুর কল্যাণ সমিতি স্পেনের সভাপতি হেমায়েত খান, সাধারণ সম্পাদক তুতা কাজী, নরসিংদী ওয়েল ফেয়ার সোসাইটি ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি খলিল খান, গ্রেটার সিলেটের আব্দুল কাইয়ুম মাসুক, আব্দুল কাইয়ুম সেলিম, সাইফুল ইসলাম ইকবাল, শাওন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, বদরুল কামালী প্রমুখ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় আসাদ আলীর নেতৃত্বে টাইগার মাদ্রিদ একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২২৮ রান সংগ্রহ করে। এ সময় দলের হয়ে সর্বোচ্চ রান করেন টাইগার মাদ্রিদের আসলাম বকসী (৮৮) শিমু আহমেদ (৪৮)। এ রান তাড়া করতে নেমে টাইগার মাদ্রিদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও গতির কাছে হার মানে তারা।

জবাবে ১৩২ রান করতে সক্ষম হয় বিয়া ভেরদে ক্রিকেট টিম। যদিও দুই দলের ফিল্ডিং ছিল চোখে পড়ার মতো। টাইগার মাদ্রিদের অলরাউন্ডার আসলাম ব্যাট হাতে ৮৮ রান এবং বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।

এরপর প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে কাপ ও পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন : তালেবান নেতাদের সঙ্গে দ্বন্দ্বে কাবুল ছাড়লেন বারাদার

ফাইনাল খেলাটি পরিচালনা করেন পরিচালনা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর তানিম ও ক্রীড়া সংগঠক সাঈদ আনোয়ার। ধারা বর্ণনায় ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রচার সম্পাদক মো. আবু বাক্কার।

আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত রাখতে পারলে দেশের গৌরব ও সম্মান বৃদ্ধি পাবে এবং স্পেনের মূল ধারার ক্রিকেটে খেলার সুযোগ বাড়বে।

টুর্নামেন্টে উপস্থিত স্পেন প্রবাসীরা মনে করেন, এ রকম আয়োজন স্পেনে বাংলাদেশি কমিউনিটিকে শক্তিশালী করতে ভূমিকা পালন করবে।

আরও পড়ুন : তালেবানের সঙ্গে আলোচনা ছাড়া বিকল্প পথ নেই ইইউর

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় বাংলাদেশি স্প্যানিশ খেলোয়াড়দের সমন্বয়ে আটটি দল টুর্নামেন্টটিতে অংশ নেয়।

ওডি/কেএইচআর

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড