• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইহুদিদের নিয়ে মুখ খুলে লন্ডনে বাংলাদেশি কাউন্সিলর বরখাস্ত

  প্রবাস ডেস্ক

০২ ডিসেম্বর ২০২০, ১০:৩৭
ইহুদিদের নিয়ে কথা বলে লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর বরখাস্ত
লন্ডনে সদ্য বরখাস্ত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর পুরু মিয়া (ছবি : সংগৃহীত)

যুক্তরাজ্যের বাঙালিপাড়া টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর পুরু মিয়াকে বরখাস্ত করেছে লেবার পার্টি। ইহুদিদের নিয়ে ফেসবুকে বিতর্কিত এক পোস্ট দেওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়।

যুক্তরাজ্যের বামপন্থি সংগঠন মোমেন্টামের সাবেক কেন্দ্রীয় কোষাধ্যক্ষ পুরু মিয়া ফেসবুকে ওই পোস্টটি দিয়েছিলেন ২০১৪ সালে। সেখানে তিনি বলেন, ইহুদি জাতির কোনো বাস্তবিক ভিত্তি নেই।

দীর্ঘদিন পর এক পর্যায়ে পোস্টটি সামনে এলে বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে মতবিরোধ দেখা দেয়। মূলত সেই অভিযোগের ভিত্তিতে দলীয় তদন্ত কমিটি গঠন করা হয়।

পুরু মিয়া অবশ্য পরে ওই পোস্টের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে পরবর্তীকালে লেখাটি মুছে দেন। তবে সেই ক্ষমা প্রার্থনা গ্রাহ্য করেনি তার দল।

আরও পড়ুন : করোনায় ফের মৃত্যুর রেকর্ড দেখল বিশ্ব

উল্লেখ্য, পুরু মিয়ার পরিবার সিলেট থেকে লন্ডনে গিয়ে স্থায়ী হন।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড