• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাতারে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

  রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৬
নিহত
নিহত প্রবাসী মোহাম্মদ আলী আহমদ (ছবি : দৈনিক অধিকার)

কাতারে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী আহমদ (৫৭) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দেশটির দোখান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) কর্মস্থলে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে একটি পাথরের টুকরা মাথায় পড়লে গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি। বর্তমানে তার মরদেহ কাতারের রাজধানী দোহারের হামাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুগেরও বেশি সময় ধরে মোহাম্মদ আলী আহমদ নামে ওই প্রবাসী কাতারের একটি কোম্পানিতে কাজ করছিলেন। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোনারগাঁও এলাকার মাওলানা ইছহাক আহমদের দ্বিতীয় ছেলে।

আরও পড়ুন : যশোরে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালকসহ নিহত ২

এ দিকে, আলী আহমদের মৃত্যুর সংবাদে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।

ওডি/আইএইচএন

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড