• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রিস যাওয়ার পথে ঠান্ডায় বাংলাদেশি যুবকের মৃত্যু

  ফ্রান্স প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৭
গ্রিস যাওয়ার পথে ঠান্ডায় বাংলাদেশি যুবকের মৃত্যু
প্রাণ হারানো বাংলাদেশি যুবক (ছবি : দৈনিক অধিকার)

স্বপ্নের দেশ ইউরোপে যাওয়া হলো না বাংলাদেশি যুবক এনামুল এহসান ফয়ছলের। তুরস্ক থেকে গ্রীসে যাওয়ার পথে প্রচণ্ড ঠান্ডায় সড়কেই তার মৃত্যু হয়।

এনামুলের মামাতো ভাই রাসেল জানান, গত তিন মাস আগে তিনি তুরস্কে যান। সেখানে বেশ ভালোই দিন কাটছিল তার। উন্নত জীবনের আশায় আচমকা তিনি সিদ্ধান্ত নেন গ্রীসে যাওয়ার। বিষয়টি পরিবারের কাউকে না জানিয়েই তিনি দালালের মাধ্যমে জঙ্গল পাড়ি দিয়ে গ্রীসে প্রবেশের জন্য যাত্রা করেন।

পথে প্রচণ্ড ঠান্ডায় তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে আরও তিনজন ছিলেন। তারা দালালকে লুকিয়ে মরদেহের ছবি তুলেছেন। যদিও এখন আর তার লাশ পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন : অমিত শাহ নিখোঁজ!

উল্লেখ্য, এনামুল এহসান ফয়ছল সিলেটের বালাগঞ্জ এলাকার রাজাপুর নিবাসী আহমদ জায়গীরদারের দ্বিতীয় সন্তান।

ওডি/কেএইচআর

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড