• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্ত্রী ও দুই সন্তান হত্যা, লন্ডনে ৪০ বছরের জেল বাংলাদেশির

  অধিকার ডেস্ক

০৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪
ঘাতক মো. আব্দুল শাকুর ও হত্যাকাণ্ডের শিকার জুলি বেগম ও দুই সন্তান তানহা-আনিকা
ঘাতক মো. আব্দুল শাকুর ও হত্যাকাণ্ডের শিকার জুলি বেগম ও দুই সন্তান তানহা-আনিকা (ছবি : সংগৃহীত)

স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে এক বাংলাদেশির ৪০ বছর কারাদণ্ড দিয়েছেন লন্ডনের আদালত। ইস্টহামে ওই বাসিন্দার নাম মো. আব্দুল শাকুর (৪৬)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) লন্ডনের দ্য ওল্ড বেইলি আদালত মো. আব্দুল শাকুর (৪৬) নামের ওই ব্যক্তিকে এ সাজা দেন।

জানা গেছে, ২০০৬ সালে ইস্ট হ্যামের নেলসন স্ট্রিটের বাড়িতে তার স্ত্রী ও সন্তানদের হত্যার আব্দুল শাকুর লন্ডন থেকে পালিয়ে যান। শাকুর একটি রেস্টুরেন্টের শেফ হিসেবে কর্মরত ছিলেন।

ঘাতক ১৯৯৯ সাল থেকে পূর্ব লন্ডনের ইস্টহামে স্ত্রী জুলি বেগমকে (২৬) নিয়ে বসবাস করতেন মো. আব্দুল শাকুর। ২০০৭ সালের জানুয়ারির শুরুতে ওই বাসার বেডরুম থেকে স্ত্রী ও দুই সন্তান তানহা খাতুন (৬) ও আনিকা খাতুনের (৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ তদন্তে পুলিশ নিশ্চিত হয় তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আব্দুল শাকুর তাদের হত্যার পর পালিয়ে প্রথমে বাংলাদেশে পরে ভারতে গিয়ে আত্মগোপন করেন। ২০১৯ সালের এপ্রিলে কমনওয়েলথের মাধ্যমে শাকুরকে যুক্তরাজ্যে ফেরত নিয়ে বিচারের মুখোমুখি করা হয়।

ওডি/এসএস

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড