• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

  অধিকার ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা (ছবি : প্রতীকী)

ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে আদমের আল-জুবার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা কাজ শেষে সাইকেলে করে বাসায় ফিরছিলেন।

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শনজৌরপুর গ্রামের সহিদ আলীর ছেলে সবুর আলী (৩৮) এবং একই উপজেলার হাজিপুরের বিলারপাড়া গ্রামের মোহাম্মদ মুসলিম আলীর ছেলে মোহাম্মদ লিয়াকত আলী (৩৯)।

ওমানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এর মধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের ব্যাপারে খোঁজ-খবর নিয়ে তাদের মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ভারতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, ওই মহাসড়ক দিয়ে কর্মস্থল থেকে সাইকেলযোগে বাসায় ফিরছিলেন স্থানীয় একটি কোম্পানিতে চাকরিরত কয়েকজন বাংলাদেশি শ্রমিকরা। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

ওডি/এসসা

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড