• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মালয়েশিয়ায় বকেয়া বেতন পেলেন ১১৩৭ জন বাংলাদেশি

  আহমাদুল কবির, মালয়েশিয়া

১৫ জানুয়ারি ২০২০, ১৮:৩৯
মালয়েশিয়া
বকেয়া বেতন নিতে ভিড় জমান কর্মীরা (ছবি : দৈনিক অধিকার)

মালয়েশিয়ার ডাব্লিউআরপি কোম্পানির কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করতে শুরু করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে বকেয়া বেতন পেয়েছেন কোম্পানিতে কর্মরত ১ হাজার ১৩৭ জন বাংলাদেশি।

কয়েকমাস আগে মালয়েশিয়ার এই কোম্পানিকে দেশটির হাইকোর্ট দেউলিয়া ঘোষণা করে লিকুইডিটর নিয়োগ করে। তবে ইতোমধ্যে টায়েল পার্টনার্স নামক একটি কোম্পানি ২২ মিলিয়ন রিংগিত বিনিয়োগ করে ডাব্লিউআরপি গ্রুপের দায়িত্ব গ্রহণ করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যেই কোম্পানিটিতে নতুন প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই শুরু হবে উৎপাদন।

এর আগে দেউলিয়া ঘোষণার পর ২ হাজার নেপালীকর্মী বকেয়া বেতনের দাবিতে অনশন করেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়। এ সময় মালয়েশিয়ার লেবার ডিপার্টমেন্ট বিষয়টি তদন্ত করে।

আরও পড়ুন- ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সিরিয়ার

তদন্তের পর সময়মতো বেতন না দেওয়া, বেতন আটকে রাখা, ওভার টাইমের পারিশ্রমিক না দেওয়া, অযৌক্তিকভাবে বেতন কেটে রাখা, অন্যায়ভাবে সরকারি ছুটির দিনে বা বন্ধের সময় কাজ করিয়ে নেওয়া ইত্যাদি সমস্যার কথা জানায় লেবার ডিপার্টমেন্ট। তখন কোম্পানি কর্মীদের বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি যাবতীয় সমস্যার সমাধানের আশ্বাস দেয়।

ওডি/এসসা

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড