• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

থাকবে না কোনো দালাল, মালয়েশিয়ায় শুরু হচ্ছে ইলেকট্রনিক ওয়ার্ক পারমিট

  এসকে কবির, মালয়েশিয়া প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০১৯, ২২:৪৮
মালয়েশিয়া
মালয়েশিয়ায় বিভিন্ন দেশের শ্রমিক, ছবি : দৈনিক অধিকার

২০২০ সালের শুরুর দিকে মালয়েশিয়ায় শুরু হচ্ছে ইলেকট্রনিক ওয়ার্ক পারমিট। নতুন এই পদ্ধতি আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

সোমবার ইমিগ্রেশন দিবস অনুষ্ঠানে ইলেকট্রনিক ওয়ার্ক পারমিট প্রকল্পের উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের বলেন, যেসব নিয়োগকারী ভিজিটর পাসের (অস্থায়ী কর্মসংস্থান) জন্য আবেদন করছেন তাদের সহায়তার জন্যই এই ব্যবস্থা।

তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিনের মতে, নতুন ব্যবস্থাটি নিয়োগকারীদের আবেদনের প্রক্রিয়াকে সহজতর করবে। এছাড়া আবেদনের সময়ও সাশ্রয় হবে। কারণ, এই প্রক্রিয়াটিতে আর কোনো মধ্যস্থতাকারী বা দালালের প্রয়োজন হবে না।

মুহিউদ্দিন আরও জানান, যেসব নিয়োগকর্তারা এই টেম্পোরারি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করছেন তাদের শুধু ইলেকট্রনিক আবেদনের নির্ধারিত বিধি মোতাবেক প্রযোজ্য ফি এবং ভিসার জন্য অর্থ প্রদান করতে হবে।

ওডি/ডিএইচ

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড