• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদিতে আগুনে পুড়ে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু

  অধিকার ডেস্ক

২৬ নভেম্বর ২০১৯, ২২:৪৬
মাহীন ও বোরহান
নিহত মাহীন আলম ও বোরহান উদ্দিন (ছবি : সংগৃহীত)

সৌদি আরবের দাম্মাম শহরে আগুনে পুড়ে বাংলাদেশি দুই যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় রবিবার (২৪ নভেম্বর) রাতে ঘুমন্ত অবস্থায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে নিহতদের পরিবারের সদস্যরা।

নিহত এই দুই যুবকের মধ্যে একজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাড়াই গ্রামের লাল মিয়ার ছেলে মাহীন আলম। আর অপরজন নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা এলাকার মো. বোরহান উদ্দিন।

এ বিষয়ে মাহীন আলমের চাচা মো. আব্দুল্লাহ জানান, রাতে কাজ শেষে দুজন খাওয়ার পর একসঙ্গে শুয়ে ছিল। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ দেশে ফেরত পাঠানোর জন্য মঙ্গলবার (২৬ নভেম্বর) কাগজপত্র পাঠানো হয়েছে।

এ দিকে নিহত বোরহান উদ্দিনের চাচা আবু তাহের সিদ্দিকী বলেন, চার বছর আগে বোরহান সৌদি আরব যায়। রাতে ঘুমন্ত অবস্থায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মৃত্যু হয়েছে তার।

ওডি/এসসা

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড