• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিলানে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি:

২৬ নভেম্বর ২০১৯, ১৩:০৯
মিলানে কর্মশালা
কর্মশালায় উপস্থিত অতিথিরা (ছবি : দৈনিক অধিকার)

ইতালির মিলান শহরে সর্ব প্রথমি এন্টি মানি লন্ডারিং এবং কমবেট ফিন্যান্সিয়াল টেরোরিজমের ওপর একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) স্থানীয় মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি’ কোর্সটির আয়োজন করে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাজী ইদ্রিস ফরাজী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক কর্তৃক টানা পঞ্চমবারের মতো সর্বোচ্চ বৈদেশিক অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি সম্মাননা পেয়েছে। আমাদের এই অর্জনের সম্পূর্ণ অবদান প্রবাসীদের।’

এ সময় তিনি প্রবাসীদের বৈধ পথে অর্থ প্রেরণের আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসীদের এগিয়ে আসতে হবে।’

ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজী বলেন, ‘প্রবাসীদের কষ্টার্জিত অর্থ সঠিক পথে দেশে পাঠাতে হবে।’

আরও পড়ুন :- মিলান সফরে গেলেন ইতালি আ. লীগের সভাপতি ইদ্রিস ফরাজী

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ইকবাল হাসান, রোম প্রিন্সিপাল ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মাসুদ, হেড অব মার্কেটিং অফিসার মিজানুর রহমান, সিনিয়র মার্কেটিং অফিসার সাইফুল হাওলাদার, মার্কেটিং অফিসার শাহজালাল মাদবর, নর্থ ইতালির জোনাল ম্যানেজার খন্দকার আরাফাত ও পপুলার ট্রাভেলসের এমডি শাহাদাৎ হোসেন সাজুসহ প্রমুখ।

ওডি/কেএইচআর

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড