• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রবাসীরাই দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি

  আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি:

১৮ নভেম্বর ২০১৯, ১১:৪৬
মতবিনিময় সভা
মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা (ছবি : দৈনিক অধিকার)

জীবন-জীবিকার তাগিদে বাংলাদেশের মানুষ বিদেশে পাড়ি জমালেও দেশের উন্নয়ন অগ্রগতির চাকা তারাই সচল রেখেছেন। এমনটাই মন্তব্য করেছেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক সামছুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘প্রবাসে থেকেও লোকজন দেশের সার্বিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। কেননা প্রবাসীরাই হচ্ছেন বাংলাদেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি।’

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে দেশটিতে বসবাসরত প্রবাসীরা একটি মতবিনিময় সভার আয়োজন করেন। যেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মালয়েশিয়া প্রবাসী হারুন মিয়ার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আহমাদুল কবির, মকবুল হোসেন, আমিরুল ইসলাম, আব্বাস মিয়া, নূর হোসেনসহ প্রমুখ।

আরও পড়ুন :- মালয়েশিয়ায় নতুন বীমার আওতায় সুরক্ষিত বিদেশি শ্রমিকরা

সভায় আরও উপস্থিত ছিলেন- আকবর হোসেন, রুহুল আমিন, রাজা মিয়া, সামছুল হক, নাহিন আহমেদ, রাজু আহমেদ, সহিবুর আহমেদ, দবির আহমেদসহ প্রমুখ।

ওডি/কেএইচআর

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড