• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিউ ইয়র্কে প্রথম আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্স অনুষ্ঠিত

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:

১৩ নভেম্বর ২০১৯, ১৪:৩৫
সুন্নাহ কনফারেন্স
নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্স (ছবি : দৈনিক অধিকার)

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্স। রবিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত এই কনফারেন্সের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক ছিলেন নিউ ইয়র্ক সানিসাইড মুসলিম সেন্টারের ইমাম জুবাইর রাশিদ।

এ দিন বিকাল ৪টায় জ্যাকসন হাইটস হাটবাজার পার্টি সেন্টারে আয়োজিত সুন্নাহ কনফারেন্সে সভাপতিত্ব করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ।

কনফারেন্সে গুরুত্বপূর্ণ দ্বীনি বয়ান করেন ফ্লোরিডা মসজিদুল মোমিনীনের ইমাম ও খতিব আল্লামা আব্দুল হাকীম আজাদি। তাছাড়া আরও বয়ান করেন- ম্যানহাটন ইসলামিক কালচারাল সেন্টারের ইমাম ও খতিব শায়েখ সাদ জালোহ, জ্যামাইকা মুসলিম সেন্টারের ডিরেক্টর ইমাম শামছে আলী, মদিনা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট ইমাম শায়েখ মুফতি আবদুল মালেক, আসসাফা ইসলামিক সেন্টারের খতিব রফিক আহমেদ রেফাহী, আলনুর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল ইমাম মুফতি মোহাম্মদ ইসমাইল, বাঙলা বাজার জামে মসজিদের ইমাম আবুল কাশেম ইয়াহিয়া, বিএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল রশিদ আহমেদ, আল ইখলাছ ম্যাগাজিনের সম্পাদক আবু সালেহ মোহাম্মদ শোয়েইব প্রমুখ।

আরও পড়ুন :- হার্ভার্ডের পাঠ্যপুস্তকে বাংলাদেশি সাংবাদিক রাজুব ভৌমিকের লেখা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাটর্নি মঈন চৌধুরী। কনফারেন্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আজাদ বাকির, নুরুল হাসান, নওশাদ হোসাইন, আমিনুল ইসলাম চৌধুরী, খাইরুল ইসলাম খোকন ও রফিকুল ইসলাম প্রমুখ।

ওডি/কেএইচআর

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড