• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিশিগানে বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটির অনুষ্ঠান

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি

১১ নভেম্বর ২০১৯, ২১:৫৭
যুক্তরাষ্ট্র
মিশিগানে বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটির অনুষ্ঠান, ছবি : দৈনিক অধিকার

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (ব্যাপেক) চলতি বছরের বার্ষিক ডিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) বাংলাটাউনস্থ কাবাব হাউস এন্ড ব্যাঙ্ককুইট সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

এবারের ডিনারের প্রতিপাদ্য বিষয় ছিল সেন্সাস-২০২০। ব্যাপেকের সভাপতি ডক্টর শফিউল হাসানের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পরই সেন্সাস ২০২০ এর কার্যক্রম উপস্থাপনা করেন সংগঠনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট ডক্টর আব্দুর রাজ্জাক।

গণনায় কেউ যাতে বাদ না পড়েন এ জন্য জনসচেতনতা বাড়াতে গঠিত গণনা কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাহেদুল হক। সেন্সাস কার্যক্রমের ওপর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএস সেন্সাস ব্যুরোর আঞ্চলিক প্রধান ভিক্টোরিয়া ম্যাক্লেন্ডন, ডেট্রয়েট মেয়রের প্রতিনিধি ভিক্টোরিয়া কভিন, সিএফএসইএম এর নির্বাহী পরিচালক মেলিসা স্মাইলি, মাইনরিটি মিডিয়া কো-অর্ডিনেটর হেগ ওশাগেন প্রমুখ।

বাংলাদেশি আমেরিকান কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় পাবলিক অ্যাফেয়ার্স কমিটির পক্ষ থেকে ডেট্রয়েট পুলিশের উপ-প্রধান বেটিসন, ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির ডক্টর সু উইন, ইসিটেপ প্রোগ্রাম ডিরেক্টর রেন্ডি বাটলার এবং বাংলা টাউনের ব্যবসা প্রতিষ্ঠান কাবাব হাউসকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ওডি/ডিএইচ

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড