• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালিতে পালিত হলো শোকাবহ জেলহত্যা দিবস

  ইসমাইল হোসেন স্বপন. ইতালি প্রতিনিধি:

০৫ নভেম্বর ২০১৯, ১৩:৪৪
জাতীয় জেলহত্যা দিবস
জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগের আলোচনা সভা (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশের মতো যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্যে ইতালিতেও পালিত হলো জাতীয় জেলহত্যা দিবস। রবিবার (৩ নভেম্বর) দিবসটি উপলক্ষে ইতালি আওয়ামী লীগ এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছিল। সভায় উপস্থিত বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু এবং তার বিশ্বস্ত চার নেতাকে যারা হত্যা করেছে তারা এখনো সুযোগের অপেক্ষায় আছে, আমাদেরকে সর্বদা সর্তক থাকতে হবে।’

ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা জাতীয় জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ‘১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় রচিত হয় এই দিনে। কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।’

বক্তারা আরও বলেন, ‘জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে সেদিন দেশের স্বাধীনতা ও আওয়ামী লীগকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল। ঐ কালো শক্তি এখনো বিদ্যমান, তাই আমাদেরকে সর্বদা সর্তক থাকতে হবে।’

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম কিবরিয়া এবং বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার লোকমান হোসেন। তাছাড়া আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :- যুক্তরাষ্ট্রে জাতীয় জেলহত্যা দিবস পালিত

জাতীয় জেলহত্যা দিবসের কথা স্মরণ করে বক্তারা বলেন, ‘দোসররা চেয়েছিল পাকিস্তান ভাঙার প্রতিশোধ নিতে, তাদের উদ্দেশ্য ছিল পুনর্গঠন ও গণতান্ত্রিকতার পথ থেকে সদ্য স্বাধীন দেশটিকে বিচ্যুত করা। এমনকি বাংলাদেশের মধ্যে থেকে একটি মিনি পাকিস্তান সৃষ্টি করা ছিল তাদের অন্যতম উদ্দেশ্য; যা এখনো বিদ্যমান রয়েছে।’

ওডি/কেএইচআর

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড