• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মালয়েশিয়ার দূতাবাসগুলোয় প্রবাসীদের উপচেপড়া ভিড়

  আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি:

০৪ নভেম্বর ২০১৯, ১০:৫৫
মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাস
মালয়েশিয়ায় দূতাবাসের লাইনে দাঁড়িয়ে থাকা প্রবাসী শ্রমিক। (ছবি : দৈনিক অধিকার)

মালয়েশিয়ার জহুর প্রদেশে গত দুইদিন যাবত চলছে ক্যাম্পিং। শনিবার (২ নভেম্বর) থেকে শুরু হওয়া এই ক্যাম্পিং এরই মধ্যে শেষ পর্যায়ে। শুধু এখানেই নয়, দেশটির বিভিন্ন প্রদেশে বাংলাদেশ দূতাবাসের ক্যাম্পিং অব্যাহত আছে। আর এ ক্যাম্পেইনে সেবা নিতে ভিড় করছেন প্রবাসীরা। কেউ আসছেন পাসপোর্ট নিতে, কেউ আবার আসছেন নতুন পাসপোর্টের আবেদন করতে; এদের মধ্যে কেউবা আবার মালয়েশিয়া সরকারের ঘোষিত ব্যাক ফর গুড কর্মসূচির মাধ্যমে কিভাবে দেশে ফিরবেন সে পরামর্শ নিতেও আসছেন। তবে সেবা প্রত্যাশীদের অনেকের অভিযোগ, সময়মতো তারা কাঙ্ক্ষিত সেবাটি পাচ্ছেন না।

যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়ে ডেপুটি হাই কমিশনার ওয়াহিদা আহমেদ বলেছেন, ‘গত দুই বছর যাবত মালয়েশিয়ার প্রত্যেকটি প্রদেশে সরকারি ছুটির দিনেও প্রবাসীদের সেবা দেওয়া হয়। প্রবাসীদের সেবা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কেবল জহুর বারুতে নয় মালয়েশিয়ার অন্যান্য দূরবর্তী পেনাং, ক্যামেরুন হাইল্যান্ড, ক্লাং, মালাক্কাতেও সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এতে প্রবাসীদের কষ্ট ও দুর্ভোগ লাগব হয়েছে এবং আর্থিক সাশ্রয় হয়েছে। এমনকি সেবা প্রত্যাশীদের আবেদনে যদি কোনো ক্রুটি না থাকে তাহলে নির্ধারিত সময়ের আগেই সেবা প্রদান করা হচ্ছে।’

জহুর প্রদেশে ডেপুটি কাই কমিশনার ওয়াহিদা আহমেদের নেতৃত্বে আয়োজিত ক্যাম্পিংয়ে এবার প্রবাসী কর্মীদেরও সেবা দেওয়া হচ্ছে। যেখানে দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সোহরাব হোসেন, দূতাবাসের পাসপোর্ট শাখার কর্মকর্তা মো: আরিফ, উম্মে হানি এবং মনিরুজ্জামানসহ অনেকেই এ কাজে নিজেদের নিয়োজিত করে রেখেছেন।

এ দিকে সময়মতো পাসপোর্ট পাওয়াতে অনেকেই বেশ খুশি। দ্রুত পাসপোর্ট প্রদানে হাইকমিশনের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন মো: রিপন মিয়া, জুনায়েদ ইসলামসহ অন্য প্রবাসীরা।

অপর দিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ার সীমান্তবর্তী প্রদেশ জহুর বারুতে দূতাবাসের মোবাইল ক্যাম্পিং পরিদর্শনে গিয়ে সেবা প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শহীদুল ইসলাম। সে সময় তিনি বলেছিলেন, ‘মালয়েশিয়ার দূর প্রদেশ জহুর বারুতে কর্মরত প্রবাসীদের সেবাদানে অচিরেই স্থায়ী কনস্যুলেট অফিস খোলা হচ্ছে।’

আরও পড়ুন :- জর্জিয়ায় মেয়র পদে লড়ছেন বাংলাদেশি এম ডি নাসের

হাইকমিশনারের সেই ঘোষণা বর্তমানে সময়ের দাবিতে পরিণত হয়েছে। প্রদেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা বলছেন, ‘কুয়ালালামপুর শহর জহুর প্রদেশ থেকে প্রায় ৫শ কিলোমিটার দূরে। তাই যে কোনো সেবা নিতে প্রতিনিয়ত আমাদের ঝামেলায় পড়তে হয়। তাই দ্রুত এই সংকটের সমাধান প্রয়োজন।’

ওডি/কেএইচআর

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড