• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওমর ফারুকের ব্যাংক হিসাব জব্দ

  নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর ২০১৯, ২০:৩০
ওমর ফারুক চৌধুরী
যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী (ফাইল ফটো)

সদ্য অব্যাহতি পাওয়া যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে গতকাল (রবিবার) তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। গণভবনে সংগঠনের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের বিষয়টি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্প্রতি সরকারের শুদ্ধিঅভিযানে যুবলীগের কিছু নেতা গ্রেফতার হন। এরপরই সংবাদ মাধ্যমে দলের হয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি। এর মধ্যেই গ্রেফতার নেতাদের জিজ্ঞাসাবাদে ওমর ফারুকের নাম আসে। এর প্রেক্ষিতে তার ব্যাংক হিসাব তলব ও বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এরপরই আড়ালে চলে যান ওমর ফারুক। গত ১১ অক্টোবর তাকে বাদ দিয়েই যুবলীগের প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৩ নভেম্বর আসন্ন যুবলীগের সপ্তম সম্মেলনকে সামনে রেখে সংগঠনের নেতাদের গণভবনে ডাকেন আওয়ামী লীগ সভাপতি। সেই সভায় ডাকা হয়নি তাকে। ওই বৈঠকেই ওমর ফারুককে যুবলীগ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড