• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুবলীগ পরিচালনায় ব্যর্থ হওয়ায় চেয়ারম্যানকে অব্যাহতি : নানক

  অধিকার ডেস্ক

২১ অক্টোবর ২০১৯, ১৪:৪৩
জাহাঙ্গীর কবির নানক
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক। (ফাইল ছবি)

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠন পরিচালনায় ব্যর্থ হওয়ার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক।

রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে সরাসরি ভিডিও কলে সংযুক্ত হয়ে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে সংগঠনকে (যুবলীগ) তিনি (ওমর ফারুক চৌধুরী) সঠিকভাবে পরিচালনা করতে পারেননি জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সংগঠনে যেসব উচ্ছিষ্ট বস্তু (বহিরাগত) ঢুকেছিল, তিনি তাদের নির্দিষ্ট করতে পারেননি। আর সে কারণে ঐতিহ্যবাহী এই সংগঠনকে কালিমা বহন করতে হচ্ছে।’ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুবলীগ নেতাদের নাম জড়ানোয় সংগঠনটির সাবেক দায়িত্বশীল হিসেবে নিজে ‘লজ্জিত’ বলেও জানান তিনি।

সঞ্চালকের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কোনো না কোনো সময় দুষ্টু জায়গার ওপর আঘাত করতেই হয়। যুবলীগ আমাদের অনেক কষ্টের ফসল। যুবলীগ যখন জবাবদিহিতার সম্মুখীন হয়, আমরা চুপসে যাই।’

যুবলীগের সম্পর্কে সংগঠনটির সাবেক চেয়ারম্যান বলেন, ‘যুবলীগের যারা প্রেসিডিয়াম সদস্য, যারা সম্পাদকমণ্ডলীর সদস্য, যারা কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে আছেন, তারা কেন বিষয়গুলো (যুবলীগ নেতাদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ) আগে উত্থাপন করল না, তারা কেন কোনো সভায় বিষয়গুলো নিয়ে আলোচনা করল না, আমার তা বোধগম্য হয় না। যদি বিষয়গুলো আগে উত্থাপন করা হতো, আলোচনা হতো, তবে একটা ফলাফল আসত।’

সম্প্রতি যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার ব্যাপারে জবি ভিসি ড. মীজানুর রহমানের আগ্রহ প্রকাশ করার বিষয়ে জানতে চাইলে নানক বলেন, ‘এটা কী আমাদের মধ্যে আলোচনা করার বিষয়? যদি মীজানুর রহমান এমন কথা বলে থাকেন, এর মধ্য দিয়ে যুবলীগকে সমৃদ্ধ করা হয় না, এর মধ্য দিয়ে মূলত উপাচার্য পদকে হেয় করা হয়।’

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড