• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিয়ম লঙ্ঘন করায় কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি বাতিল

  অধিকার ডেস্ক

১৭ অক্টোবর ২০১৯, ০৯:০৩
ছাত্রদলের লোগো

সাংগঠনিক নিয়ম লঙ্ঘন করায় কক্সবাজার জেলা ছাত্রদলের ঘোষিত ইউনিট কমিটি বাতিল করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সংগঠনটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক নিয়ম লঙ্ঘন করে টেকনাফ উপজেলা, চকরিয়া পৌরসভা, মহেশখালী পৌরসভা, কক্সবাজার শহর শাখা, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার আইন কলেজ ও কক্সবাজার সিটি কলেজ শাখার কমিটি ঘোষণা করায় ঘোষিত কমিটি বাতিল করা হল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বুধবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে দেশের সব সাংগঠনিক ইউনিট সমূহকে তাদের অধীনস্থ ইউনিট কমিটি গঠন ও পুনর্গঠন স্থগিত রাখার জন্য নির্দেশ দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

উল্লেখ্য, ২০১৮ সালে ১৯ আগস্ট শাহাদৎ হোসেন রিপনকে সভাপতি ও ফাহিমুর রহমান ফাহিমকে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড