• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের

  অধিকার ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ১৮:৩৬
আওয়ামী লীগ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ছবি : ফাইল ফটো)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি তার স্বাস্থ্য ক্রমশই উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রীর সিঙ্গাপুরের চিকিৎসক ডা. ফিলিপ কোহ।

সিঙ্গাপুর থেকে টেলিফোনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন) ডা. আবু নাছের রিজভী।

ডা. ফিলিপ কোহের উদ্ধৃতি দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন) ডা. আবু নাছের রিজভী জানান, সেতুমন্ত্রীর অপারেশনের পরবর্তী স্বাস্থ্য পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন ডা. ফিলিপ কোহ। তিনি জানিয়েছেন, বর্তমানে ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে। শতকরা হারে তা এখন ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। যেটি অত্যন্ত ইতিবাচক বিষয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্গাপুরের ‘মাউন্ট এলিজাবেথ হাসপাতালে’ শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে সেতুমন্ত্রীর চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ সন্তোষ প্রকাশ করেছেন।

চিকিৎসক প্রধানের উদ্ধৃতিতে ডা. আবু নাছের রিজভী বলেন, বাইপাস সার্জারি শেষে দ্বিতীয়বারের মতো শুক্রবার সকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে তার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে পাশাপাশি প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে।

‘মাউন্ট এলিজাবেথ হাসপাতালে’ হাসপাতালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেছা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী একই হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীনকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড