• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

  অধিকার ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ১৪:৩৪
বিএনপি
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রায় পৌনে এক ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে দলটির কেন্দ্রীয় কার্যালয়। এ কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি দলটির পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন।

বিষয়টি নিয়ে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন জানান, ‘আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে কার্যালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।’

অগ্নিকাণ্ডে বড় কোনো ক্ষতি না হলেও প্রায় ৪৫ মিনিট দলের কার্যালয় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। অন্ধকারে কার্যালয়ের মধ্যে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টার দিকে বিএনপির পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও একঘণ্টা পর বেলা ১টার দিকে শুরু হয়। শুরুতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে দেরি করার কারণ ব্যাখ্যা করেন।

আগুনে বড় ধরনের ক্ষতি না হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেন বিএনপির এই নেতা। এ সময় তিনি বলেন, ওইসময় গণমাধ্যমকর্মীরা তাদের দায়িত্ব পালন করায় দ্রুত ফায়ার সার্ভিস এসেছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড