• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাতেই হচ্ছে ছাত্রদলের কমিটি

  নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৭
ছাত্রদল
ছাত্রদল (ফাইল ফটো)

রাতারাতি হয়ে যাচ্ছে ছাত্রদলের কাউন্সিল। সংগঠনে নতুন নেতা নির্বাচনে রাতেই চলছে ভোট গ্রহণের প্রস্তুতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় হচ্ছে ভোটগ্রহণ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার পর ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ দিন বিকালে দলের কাউন্সিলররা নয়াপল্টনে পার্টির কার্যালয়ে জড়ো হন। পরে সন্ধ্যায় কাউন্সিলর ও প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। সে সময় স্কাইপের মাধ্যমে বৈঠকে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ দিকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে সংগঠনের ১১৭টি শাখার ৫৩৩ জন নেতা ভোট দেবেন। সভাপতি পদে প্রার্থী নয়জন, সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রার্থী ১৯ জন।

উল্লেখ্য, দীর্ঘ ২৭ বছর পর গত ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে নিম্ন আদালতের নিষেধাজ্ঞায় তা বন্ধ হয়ে যায়।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড