• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংবাদ সম্মেলনে এজিএস

‘ভিপি ব্যক্তিগত উদ্দেশ্য বাস্তবায়নে ব্যস্ত’

  নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৩
ডাকসুর ভিপি নুর প্রসঙ্গ
ডাকসুর ভিপি নুর বামে, ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন ডানে (ছবি : ফাইল ফটো)

ভিপি নুরুল হক নুর ডাকসু কিংবা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা না করে ব্যক্তিগত উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস (অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি) সাদ্দাম হোসেইন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডাকসুর সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সাদ্দাম হোসেইন অভিযোগ করে বলেন, ডাকসু কিংবা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা না করে ব্যক্তিগত উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছেন ভিপি নুরুল হক নুর।

তিনি আরও বলেন, নুর কখনোই ডাকসু'র কর্মকাণ্ডে অংশ নেননি। নিজস্ব প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের মাধ্যমে তিনি বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন

সংবাদ সম্মেলনে ভিপি নুরের অনুপস্থিতির বিষয়ে জানতে চাওয়া হলে সাদ্দাম বলেন, “ডাকসু'র কর্মসূচিতে অংশ নেওয়ার ব্যাপারে তিনি বরাবরই অনাগ্রহী। আজকে শিক্ষা দিবসের কর্মসূচিতেও তিনি ছিলেন না। অনুপস্থিত ছিলেন গত ১৫ আগস্ট শোক দিবসের কর্মসূচিতেও।”

ডাকসুর জিএস গোলাম রাব্বানী স্বপদে বহাল থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে ডাকসুর এজিএস বলেন, এ বিষয়ে আমরা আলোচনা করব। ডাকসুর সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ডাকসু নেতারা।

ওডি/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড