• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনো অবহেলা নেই : হানিফ

  অধিকার ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৬
মাহবুব-উল আলম হানিফ
ছবি : সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনো অবহেলা নেই বলে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার সর্বদা চেষ্টা চালাচ্ছে। তবে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) কুষ্টিয়ায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

এ সময় জেলা পর্যায়ে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে উল্লেখ করে হানিফ বলেন, ‘এ নিয়ে সরকারের নির্দেশে স্থানীয় পর্যায়ে সব প্রশাসন একসঙ্গে কাজ করছে। আশা করছি, অল্প কিছুদিনের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে।’

ডেঙ্গু নিয়ে মানুষকে আরও সচেতন করতে হবে বলে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সারা দেশে সরকারের পক্ষে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার কাজ চলমান থাকায় এরই মধ্যে ঢাকাসহ বড় বড় শহরে ডেঙ্গু রোগী কমে এসেছে। কিন্তু জেলা পর্যায়ে ডেঙ্গু উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে।’

হানিফের সঙ্গে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রশনারা বেগম, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুন নাহার বেগম, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুসতানজিদ, প্রমুখ।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড