• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রদলের কাউন্সিলে নিষেধাজ্ঞা : বিকালে জরুরি বৈঠকে বসছে বিএনপি

  অধিকার ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪১
ছাত্রদলের লোগো

বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল বন্ধে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয়েছে। হঠাৎ এই নিষেধাজ্ঞা জারি হওয়ায় অবাক হয়েছেন কাউন্সিল বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতারা। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কাউন্সিল নিয়ে করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন দলটির নেতারা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠেয় এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ ও ছাত্রদলের কাউন্সিল পরিচালনা কমিটির সদস্যরা বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন দলের চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান।

এর আগে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শনিবার অনুষ্ঠেয় জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল ও নির্বাচন স্থগিত করছেন আদালত। বিলুপ্ত কমিটির নেতা আমানুল্লাহর এক আবেদনের প্রেক্ষিতে ঢাকার চতুর্থ সহকারী জজ নুসরাত জাহান বিথি কাউন্সিলের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন।

এ দিকে আদালতে যাওয়া অভিযোগের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের দিন নির্ধারণ করা হয়েছিল। তফসিল অনুসারে ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীদের প্রচার চালানোর কথা বলা হয়। দুই দিন পর ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত দুই পদে ভোট গ্রহণের কথা ছিল। ২৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া কাউন্সিল থমকে যায় আদালতের নির্দেশে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড