• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহিলা দলের নেত্রী রাজিয়ার জামিন আবেদন নাকচ

  অধিকার ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৪
রাজিয়া আলীম
ঢাকা মহানগর দক্ষিণের মহিলা দলের সভানেত্রী রাজিয়া আলীম (ফাইল ছবি)

বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলায় গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণের মহিলা দলের সভানেত্রী রাজিয়া আলীমের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম জামিন আবেদনের শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করেন।

এ তথ্য নিশ্চিত করেন রাজধানীর বংশাল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।

এসআই হেলাল বলেন, বুধবার মহিলা দলের নেত্রী রাজিয়া আলীমকে আদালতে হাজির করে বংশাল থানা পুলিশ। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আজ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজিয়া আলীমকে তার পুরান ঢাকার নয়াবাজারস্থ বাসা থেকে বংশাল থানা পুলিশ গ্রেফতার করে।

এ ব্যাপারে পুলিশ জানায়, গত বছরের সেপ্টেম্বর মাসে রাজিয়ার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করা হয়। এ বছরের জুন মাসে তার বিরুদ্ধে এই মামলায় চার্জশিট দেয় পুলিশ। চার্জশিট দেওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড