• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজিয়া আলীমের মুক্তি দাবি করেছে মহিলা দল

  অধিকার ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩২
রাজিয়া আলীম
জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলীম। (ছবি : সংগৃহীত)

বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলীমকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক বিবৃতিতে তারা অবিলম্বে রাজিয়া আলীমের মুক্তি দাবি করেছেন।

মহিলা দলের নেতৃদ্বয় বলেন, প্রতিহিংসাপরায়ণ শাসকগোষ্ঠী বিরোধী দলকে দমনের জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে বেপরোয়া হয়ে উঠেছে। রাজিয়া আলীমও সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমরা তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজিয়া আলীমকে তার পুরান ঢাকার নয়াবাজারস্থ বাসা থেকে বংশাল থানা পুলিশ গ্রেফতার করে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড