• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রদলের কাউন্সিলরদের কার্ড বিতরণ শুরু

  অধিকার ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৩
ছাত্রদলের লোগো

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ২০১৯ -এর কার্ড বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকে বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনস্থ ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্ড বিতরণ শুরু হয়। এ কার্যক্রম চলবে রাত ৮টা পর্যন্ত।

জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক আবদুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

আবদুস সাত্তার বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে নয়াপল্টনস্থ ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয় থেকে ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ২০১৯ -এর কাউন্সিলরদের কার্ড বিতরণ শুরু হয়। রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। শুক্রবারও বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক আরও জানান, এছাড়াও ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। এ দিন বিকাল ৫টায় গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটে অংশ নেবেন সংগঠনটির সারা দেশের ১১৭ ইউনিটের ৫৮০ কাউন্সিলর।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড