• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক  

  অধিকার ডেস্ক    ২৪ আগস্ট ২০১৯, ০৯:১১

বিএনপি
ছবি : প্রতীকী

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

শনিবার (২৪ আগস্ট) বিকাল ৫টায় গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্ত থাকার কথা রয়েছে।

সর্বশেষ গত ১৭ আগস্ট স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার সিদ্ধান্তের পাশাপাশি রাজপথে শক্ত কর্মসূচির বিষয়ে একমত হন নেতারা।

বিএনপি নেতাদের সূত্রে জানা যায়, আজ শনিবারের বৈঠকেও খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে করণীয় নিয়ে আলোচনা হবে।

বিএনপির এক নেতা জানান, জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে বিএনপি বেশ বেকায়দায় রয়েছে। ছাড়তেও পারছে না, আবার তাদের নিয়ে যে চলবে; সেই পথও বিএনপির সামনে নেই। এ অবস্থায় করণীয় নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

এ ছাড়া রোহিঙ্গা ইস্যু, কাশ্মীর ইস্যু, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬ জনকে আত্মসমর্পণের আদেশ ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নিয়েও আলোচনা হবে।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড