• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রিয়া সাহার নালিশে আল্লামা শফীর কঠোর হুঁশিয়ারি

  অধিকার ডেস্ক

২০ জুলাই ২০১৯, ২৩:০২
প্রিয়া সাহা ও আল্লামা শাহ আহমদ শফী
প্রিয়া সাহা ও আল্লামা শাহ আহমদ শফী (ছবি : সংগৃহীত)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার নালিশে গভীর ষড়যন্ত্র দেখছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

শনিবার (২০ জুলাই) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।

সংগঠনটির প্রচার সম্পাদক ও আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সর্বোচ্চ সুবিধাভোগী সংখ্যালঘু নেত্রীর পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদের মৌলবাদী নাম দিয়ে কুৎসিত মন্তব্য ও তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। আমি তার তীব্র প্রতিবাদ জানাই। দেশ থেকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ৩ কোটি ৭০ লাখ লোক গুম হয়েছে এটা কোনো সত্যতা ও প্রমাণ তার কাছে নেই। বাংলাদেশ দীর্ঘ দিন ধরে সম্প্রীতির সঙ্গে সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করে আসছে।

প্রিয়া সাহার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে আল্লামা শফী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। তা না হলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার স্বার্থে এ ধরনের দেশদ্রোহীদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম এ দেশের সর্বস্তরের তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড