• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকার জনআতঙ্কে ভুগছে: ফখরুল

  অধিকার ডেস্ক

২০ জুলাই ২০১৯, ১৫:০৮
মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার এখন জনআতঙ্কে ভুগছে। আওয়ামী লীগ জনসমাগম দেখলেই জনবিস্ফোরণের আতঙ্কে শিউরে ওঠে।

শনিবার (২০ জুলাই) সংবামাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিতে চট্টগ্রামের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় গতকাল (শুক্রবার) ফেনী থেকে জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্লাহ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি শরীফুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান মামুন, ফেনী পৌর যুবদলের সমন্বয়ক জাহিদ হোসেন বাবলু, দাগনভূঁইয়া উপজেলা যুবদলের সভাপতি হাসানুজ্জামান শাহাদাৎ ও ফেনী পৌর যুবদল নেতা কাজী সোহাগকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, দেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল বিএনপি। দলটির উদ্যোগে সবসময়ই গণতান্ত্রিক আচার-আচরণ অনুসরণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সভাসমাবেশ হয়। কিন্তু গণধিকৃত বর্তমান সরকার বরাবরই বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশ পণ্ড করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আসছে। গত ১৮ জুলাই বরিশালে বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সেখানে সরকার বিভিন্নভাবে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করেছে।

ফখরুল বলেন, চট্টগ্রাম বিভাগীয় সমাবেশটি বানচাল করার সুপরিকল্পিত অংশ হিসেবে সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন জেলা বিএনপির নেতাকর্মীদেরকে ভীতসন্ত্রস্ত রাখতে গ্রেফতারসহ নানামুখী হয়রানি করছে সরকার।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড