• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ষড়যন্ত্রী পার্টির নেতারা বেকার : তথ্যমন্ত্রী

  চট্টগ্রাম প্রতিনিধি

১৭ জুলাই ২০১৯, ১৭:৩৩
হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ (ফাইল ফটো)

বাংলাদেশে একটি দল আছে, জনগণ যাদের ষড়যন্ত্রী পার্টি হিসেবে চেনেন। বর্তমানে এ পার্টির নেতারা সেই কাজে ব্যর্থ হয়ে বেকার দিনাতিপাত করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৭ জুলাই) নগরীর একটি কমিউনিটি সেন্টারে ‘গণতন্ত্র বন্দি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আদালতে ছুরিকাঘাতের ঘটনা তদন্তে সংশ্লিষ্ট দপ্তর কাজ শুরু করেছে। এখানেও ষড়যন্ত্রের গন্ধ খুঁজতে বিএনপির সংবাদ সম্মেলন করতে হয়েছে। এটা তাদের স্বভাব।

বিএনপির উদ্দেশে হাছান মাহমুদ বলেন, আপনারা নিজেদের সভা-সমাবেশে চেয়ার ছোঁড়াছুঁড়ি করেন। দেশের মানুষ তা দেখে। আগে নিজেদের চেয়ার ছোঁড়াছুঁড়ি না করার যোগ্যতা অর্জন করুন।

চট্টগ্রামে আওয়ামী লীগের সভায় তথ্যমন্ত্রী

২০০৭ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি করার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সে দিন জননেত্রী নয়, এ দেশের গণতন্ত্রকে বন্দি করেছিল তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা জননেত্রী কোনো কিছুকেই পরোয়া করেননি, দ্বিধান্বিত হননি। গণতন্ত্র রক্ষায়, দেশের মানুষকে রক্ষায় প্রিয় নেত্রী সবসময় কাণ্ডারির ভূমিকায় রেখেছেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, অ্যাড. সুনীল কুমার সরকার, অ্যাড. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড