• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিমুল বিশ্বাসকে ১৪ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

  অধিকার ডেস্ক

১৫ জুলাই ২০১৯, ১৫:২০
শিমুল বিশ্বাস
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস (ফাইল ছবি)

পুলিশের কাজে বাধা দেওয়ার এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ১৪ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

সোমবার (১৫ জুলাই) এ মামলায় তার জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে উচ্চ আদালতের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।

আদালতে আজ জামিন আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী মাসুদ রানা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল।

আইনজীবী মাসুদ রানা বলেন, ২০১৭ সালের নভেম্বরের ১৬ তারিখে আদালতে বিএনপি চেয়ারপারসনের হাজিরা দিতে যাওয়ার ঘটনায় মিছিল করে পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। এজাহারে শিমুল বিশ্বাসের নাম ছিল না।

তিনি জানান, ২০১৮ সালের নভেম্বর মাসের ২০ তারিখে চার্জশিটে তার নাম আসে। এ মামলায় জামিন চেয়ে তিনি উচ্চ আদালতে আবেদন করেন। আজ আদালত তাকে ১৪ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড