• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিকালে আ. লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠক

  অধিকার ডেস্ক

১২ জুলাই ২০১৯, ০৮:১২
আওয়ামী লীগের লোগো

আগামী সম্মেলন ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের বিষয়ে আলোচনা করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠকে বসবে আজ শুক্রবার (১২ জুলাই)। বিকাল ৪টায় উপদেষ্টা পরিষদ এবং বিকাল ৪টা ৩০ মিনিটে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হবে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক দুটি হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংশ্লিষ্ট সবাইকে সভায় নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন দলটির সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের আগামী সম্মেলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দলের অভ্যন্তরীণ সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হবে। এতে উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা ভোট করেছেন এবং যারা তাদের সমর্থন করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া দলের নেতাদের সাংগঠনিক সফরের রিপোর্টগুলো নিয়েও কথা হতে পারে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড