• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে বর্তমান সরকার : নানক

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২৭ জুন ২০১৯, ১৯:৩৪
জাহাঙ্গীর কবির নানক
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক (ছবি : দৈনিক অধিকার)

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বর্তমান সরকার দেশে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। তারই বড় প্রমাণ কদিন আগেও ধানকাটা শ্রমিকও পাওয়া যাচ্ছিল না। তবে কৃষকের সেই সঙ্কটের সময়ও প্রধানমন্ত্রী শেষ হাসিনা কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন আমাদের সবাইকে। তার আহ্বানে আওয়ামী লীগ পরিবারসহ অনেকেই কৃষকের মাঠের সোনার ধান কেটে ঘরে তুলে দেয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি।

বৃহস্পতিবার (২৭ জুন) আওয়ামী যুবলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় নানক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াত বিএনপির সময় দেশের জঙ্গিবাদের উত্থান হয়েছিল, আর বর্তমান সরকার তা নির্মূলে কাজ করে যাচ্ছে। যা দেশে বিদেশে সবার কাছেই প্রশংসিত হচ্ছে।

এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মাসিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মইনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, আনোয়ারুল ইসলাম আনোয়ার, আওয়ামী যুবলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, প্রমুখ।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড