• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন সদস্য নিয়ে যা বললেন গয়েশ্বর

  অধিকার ডেস্ক

১৯ জুন ২০১৯, ১৬:০৭
গয়েশ্বর চন্দ্র রায় (ছবি : সংগৃহীত)

বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদে নতুন সদস্যপদ দেওয়া হয়েছে ইকবাল মাহমুদ টুকু ও সেলিমা রহমানকে। তাদের দলের ভাইস চেয়ারম্যান থেকে পদোন্নতি দেওয়া হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের এই পদোন্নতি দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের স্থায়ী কমিটিতে বাকি যে শূন্য পদগুলো আছে সেগুলো পদও পূরণ করা উচিত। যেহেতু আমাদের দলে উপযুক্ত ও যোগ্য নেতা রয়েছে, সেহেতু এসব পদ পূরণে আমাদের কোনো সমস্যা নেই। এতে করে কাজ করতেও সুবিধা হয়।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কখনো কখনো কোনো নেতা অসুস্থ থাকতে পারেন, বিদেশে যেতে পারেন। এ কারণে কোনো কোনো সময় স্থায়ী কমিটিতে ক্রম সংকটও দেখা হয়। যদি এই পদগুলো পূরণ হয় তাহলে এই সংকট আর থাকবে না।’

এর আগে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে কমিটি ঘোষণার সময়ই ১৯ সদস্যের স্থায়ী কমিটির দুটি পদ ফাঁকা ছিল। বাকি ১৭ সদস্যের মধ্যে তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ ও এমকে আনোয়ার মারা গেছেন। ফলে পাঁচটি পদ দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল। এর মধ্যে দুটি পদ পূরণ হলো। এখনও তিনটি পদ ফাঁকা রয়েছে।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড