• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

হারুনের বক্তব্যে আজ শান্ত আ.লীগ, চেঁচিয়েছে জাপা

  নিজস্ব প্রতিবেদক

১৭ জুন ২০১৯, ২৩:৪১
হারুন অর রশীদ
সংসদে বিএনপির এমপি হারুন অর রশীদ (ফাইল ফটো)

একাদশ জাতীয় সংসদে বিএনপির এমপিদের প্রায় প্রতিটি বক্তব্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপিদের প্রতিবাদ ও চেঁচামেচি করতে দেখা গেছে। সোমবার (১৭ জুন) বিএনপির এমপিদের বক্তব্যের সময় ক্ষমতাসীনরা শান্ত ছিলেন। তবে চেঁচিয়েছে জাতীয় পার্টির (জাপা) সদস্যরা।

আজ সংসদে বিএনপিকে ‘প্রকৃত বিরোধী দল’ হিসেবে দাবি করেন দলের এমপি হারুন অর রশীদ।

সংসদের চলতি সম্পূরক বাজেটের (২০১৮-১৯) ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এ দাবি করেন। এসময় সংসদে প্রধান বিরোধী দল জাপার সদস্যরা জোরালো প্রতিবাদ জানান।

বিএনপির হারুন বলেন, সংসদে আমরাই প্রকৃত বিরোধী দল। কারণ আমরা গা বাঁচিয়ে কথা বলি না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হারুন বলেন, আপনি যেভাবেই বিরোধী দল সাজান না কেন? মহাজোটের অংশীদারদের দিয়েও সাজান না কেন, তাতে লাভ হবে না, আমরাই প্রকৃত বিরোধী দল।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড