• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে পদবঞ্চিত ছাত্রলীগ

  অধিকার ডেস্ক

১৭ জুন ২০১৯, ২২:৫১
ছাত্রলীগ
ছাত্রলীগ (ছবি : সংগৃহীত)

কমিটি গঠনের পর এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও বিতর্কিতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় নিজেদের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে ছাত্রলীগের পদবঞ্চিতরা।

সোমবার (১৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থানরত আন্দোলনকারীরা এ তথ্য জানান।

মঙ্গলবার (১৮ জুন) এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন ছাত্রলীগ পদবঞ্চিতরা। সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন তারা। বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সংবাদ সম্মেলন করবে তারা।

এতে কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেয়া এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়ার দাবি থাকবে।

এ বিষয়ে ছাত্রলীগের সদ্যবিদায়ী কমিটির সমাজসেবা সম্পাদক রানা হামিদ বলেন, সোমবার আপার কাছে আমাদের স্মারকলিপি দেয়ার কথা ছিল। কিন্তু আমরা সবাই কথা বলে মঙ্গলবার তা করার চিন্তা করেছি। এরপর আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড