• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আধুনিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এই বাজেট : নাসিম

  সিরাজগঞ্জ প্রতিনিধি

১৪ জুন ২০১৯, ২১:৪৯
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম (ছবি : ফাইল ফটো)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বাংলাদেশকে ভবিষ্যৎ প্রজন্মের বসবাসের উপযোগী একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই বাজেট জাতির কাছে উপস্থাপন করেছেন।

শুক্রবার (১৪ জুন) বিকালে সিরাজগঞ্জের মুলিবাড়িতে নির্মাণাধীন শেখ হাসিনা ট্রমা হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাজেট ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার। জাতীয় সংসদে উত্থাপিত ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উন্নয়ন, গণমুখী ও জন বান্ধব।

তিনি বলেন, প্রবৃদ্ধির হার কাঙ্ক্ষিত হলেও অতীতের ধারাবাহিকতায় এটা অর্জন হবে। এ বাজেটে মানব সম্পদ উন্নয়ন, পোশাক শিল্প, চামড়া শিল্প খাতে যে প্রণোদনা দেওয়া হয়েছে তা প্রশংসনীয়। বাজেটে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং কৃষক ও শ্রমজীবী মানুষের ক্ষেত্রে যে সহযোগিতার কথা বলা হয়েছে তাতে দ্রুতই গ্রামগুলো শহরের আধুনিক রূপ পাবে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড